দেশজুড়ে

ছাত্র-জনতার ওপর হামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ওমর ফারুক পূর্ণকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিজ এলাকা সদর উপজেলার কৃঞ্চপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমর ফারুক পূর্ণ কৃঞ্চপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আমানুল্লাহ।

ওসি জানান, ১৮ জুলাই ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন।

Advertisement

মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০ নেতাকর্মীর নামে ও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়। ওমর ফারুক পূর্ণ এই মামলায় এজাহারনামীয় আসামি।

সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার রিমান্ড চেয়ে আসামিকে আদালতে তোলা হবে। তবে তার কতদিনের রিমান্ড চাওয়া হবে তাৎক্ষনিক সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি ওসি আমানুল্লাহ।

১৮ জুলাই শহরের খালপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আসামিরা পিস্তল, শটগান, এ কে ৪৭ এবং রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে বলে মামলায় উল্লেখ করা হয়।

বি.এম খোরশেদ/জেডএইচ/জেআইএম

Advertisement