খেলাধুলা

দুই বলে দুই উইকেট শিকার হাসানের

কিছুতেই কিছু হচ্ছিলো না। সপ্তম উইকেটের জুটিতে রান তুলেই যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কাইল ভেরেইনে ও উইয়ান মুলদার। অবশেষে তাদের ১১৬ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ। শুধু জুটি ভাঙাই নয়, দুই বলে দুই উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার।

Advertisement

৬৫তম ওভারের পঞ্চম বলে ফিফটি হাঁকানো মুলদারকে স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ বানান হাসান। ডানহাতি টাইগার পেসারের বলে আউট হওয়ার আগে ১১২ বলে ৫৪ রান করেন মুলদার। পরের বলেই নতুন ব্যাটার কেশব মহারাজকে (১ বলে ০) বোল্ড করেন হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬৫ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ২৩৩ রান। ভেরেইনে ৭৪ আর ডেন পিডট খেলছেন ১ রান নিয়ে। দক্ষিণ আফ্রিকার লিড এখন ১২৯ রানের।

আজ মঙ্গলবার ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এসময় তাদের লিড ছিল ৩৪ রানের।

Advertisement

এর আগে গতকাল সোমবার প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা।

এমএইচ/জিকেএস