জাতীয়

দাম স্থিতিশীল রাখতে বাজারে অভিযান, জরিমানা ৮ লাখ টাকা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সারাদেশের বাজারগুলোতে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১৩০টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

সোমবার (২১ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের এসব বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ছয়জন কর্মকর্তার নেতৃত্বে ছয়টি টিম বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এছাড়া দেশের ৫৩টি জেলায় অধিদপ্তরের ৫৯টি টিমের অভিযানে ১৩০টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্সের আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএইচ/ইএ/এমএস