দেশজুড়ে

সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার কারণে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ করতে পারেনি তারা। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরাও করা যায় না। তবে সীমান্তের সোনাতলা এলাকার মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ৩ ও ৪ নম্বর পর্যন্ত অংশে আনুমানিক ১৫ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান জানান, খবর পেয়ে বিষয়টি বিজিবিকে জানানো হলে তারা বাধা দেয়। পরে বিএসএফ কাজ বন্ধ করে থেকে চলে যায়।

এ বিষয়ে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। তারা (বিএসএফ) কাজ বন্ধ করেছে। এ ধরনের কাজ আর করবে না বলেও আশ্বস্ত করেছেন তারা।

Advertisement

আল মামুন/আরএইচ/জেআইএম