মাত্র ১৫ বছর বয়সী কিশোর শাহী আল সাদাত। ২০২৪ সালের নেদারল্যান্ডস ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই পুরস্কারকে ‘শিশুদের নোবেল পুরস্কার’ বলা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় থেকে করা মনোনয়ন শাহীর ডিজিটাল নিরাপত্তা এবং শিশু সুরক্ষায় তার অবদানের কথা তুলে ধরে।
Advertisement
১৩ বছরে শাহী প্রতিষ্ঠা করেন দ্য স্টার্টআপ আইও, যা শিশুদের অনলাইন নিরাপত্তার জন্য কাজ করে এবং এর সমস্ত মুনাফা শিশুদের সুরক্ষায় ব্যয় হয়। ২০০৯ সালের ২২ মার্চ মেহেরপুর জেলার একটি ছোট গ্রামে জন্ম নেওয়া শাহী, আজ দেশের অন্যতম শিশু অধিকারকর্মী এবং স্টার্টআপ আইও-এর প্রতিষ্ঠাতা।
তিনি স্টার্টআপ সাইবার, কিডস হেলপলিঙ্ক, গার্লস টিনসেফ এবং টিন এক্স নামে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছেন। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহী তার সহপাঠীদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে অত্যন্ত সচেতন। তার অদম্য ইচ্ছা অনলাইন ও অফলাইনে শিশুদের সব ধরনের হয়রানি ও নির্যাতনের হাত থেকে বাঁচাতে সহায়তা করে, যা তাকে এই অসাধারণ উদ্যোগের পথে নিয়ে যায়।
শাহী স্বপ্ন বাস্তবায়িত হয় মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসানের সঙ্গে সাক্ষাতের পর। শামীম হাসান তার এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জেলা প্রশাসনের সহায়তায় শাহী প্রতিষ্ঠা করেন কিডস হেলপলিঙ্ক, স্টার্টআপ সাইবার, গার্লস টিনসেফ এবং টিন এক্স। দ্য স্টার্টআপ আইও। এই কার্যক্রমগুলোর মাধ্যমে শাহী ৪৪ জন শিক্ষার্থীকে সরাসরি সহায়তা করেছে। ২০ হাজারের মতো মানুষকে সচেতন করাসহ ৫১ জনকে আইনি পরামর্শ প্রদান করেছে।
Advertisement
এ বিষয়ে শাহী আল সাদাত বলেন, শিশুদের হয়রানি ও অপরাধ থেকে রক্ষা করে, আমরা শুধু তাদের বর্তমানকে নয়, একটি ঘৃণামুক্ত ভবিষ্যতকেও রক্ষা করছি।
জেএইচ/এএসএম