দেশজুড়ে

খাবারে বিষক্রিয়া : ১৬ মাদরাসা ছাত্রী হাসপাতালে

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রংপুরের তাজহাটের ফাতেমা (রা.) কওমী বলিকা মাদরাসার আবাসিক ১৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জন গুরতর অসুস্থ বলে জানা গেছে।তাজহাট ফাতেমা (রা.) বালিকা কওমী মাদরাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন তার মাদরাসার ৫৬ জন ছাত্রী রোজা পালন করেছিল। শুক্রবার সকালে তারা গরম ভাতের সঙ্গে শাক ও আলু ভর্তা খায়। দুপুরে তাদের মুরগির মাংস দিয়ে ভাত দেয়া হয়। কিন্তু বিকাল ৫টার দিকে ৫৬ জন ছাত্রীর মধ্যে ১৬ জন বমি ও মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কিতাব বিভাগের ছাত্রী সুরাইয়া (১৫),  নাজেরা বিভাগের নাজমিন এবং একই বিভাগের ফাতেমা (৭) গুরতর অসুস্থ হয়ে পড়েছে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্টার্ড ডা. সাইদুর রহমান চৌধুরী জানান, ১৬ জন মাদরাসা ছাত্রী বমি ও মাথা ঘোরানো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। খবর পেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ৯ নম্বর ওয়ার্ডে গিয়ে অসুস্থ্য ছাত্রীদের খোঁজখবর নিয়ে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব উল করিম জানান, শিক্ষার্থীরা সকলেই আশঙ্কামুক্ত।  জিতু কবীর/এফএ/এমএস

Advertisement