দেশজুড়ে

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৪

ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ট্রাক সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১২টায় মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগাব্রীজ এলাকায়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লালমনিরহাটের কনক (২৫) ও আতাউর রহমান (২২), বগুড়ার শিবগঞ্জের রেজাউল করিম (৩০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের মিলন মিয়া (২৫)। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে দেওয়ান পরিবহনের একটি বাস বগুড়া আসার পথে ঘোগাব্রীজ এলাকায় মহাসড়কের বাঁকে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পার্শ্বে খাদে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।  পরে শেরপুর থানা পুলিশ ও ফয়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, বাস ও  ট্রাকের দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। বাস ও ট্রাকের চালক ও হেলপারের সন্ধান পাওয়া যায়নি।লিমন বাসার/এএইচ/এমএস

Advertisement