দুশ্চিন্তায় চুল পেকে যাচ্ছে
Advertisement
খুব দুশ্চিন্তা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হলেন এক ব্যক্তি।
রোগী: ডাক্তার, দুশ্চিন্তায় আমার চুল পেকে যাচ্ছে।ডাক্তার: কী নিয়ে আপনার দুশ্চিন্তা?রোগী: এই যে আমার চুল পেকে যাচ্ছে, তা নিয়েই আমার দুশ্চিন্তা।
**
Advertisement
যেমন প্রেমিক তেমন প্রেমিকা
ছোট্ট মলির বয়স মোটে ৩ বছর। সে বসে আঁকিবুঁকি করছিল। এমন সময় মলির মা এসে বললেন-মা: মলি মা আমার, কী করছ?মলি: বান্টিকে চিঠি লিখছি মা।মা: কিন্তু তুমি তো এখনও লিখতে জানো না।মলি: বান্টিও এখনও পড়তে জানে না মা।
**
দ্রুত বাড়ি পৌঁছাতে হবে
Advertisement
একবার মনটু আর তার এক বন্ধু গাড়িতে করে বাড়ি ফিরছিল। বেশ দ্রুতগতিতে গাড়ি চালানো দেখে মনটু তার বন্ধুটিকে বললো, ‘আরে ভাই, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?’বন্ধুটি বললো, ‘সাধে কি গাড়ি জোরে চালাচ্ছি! গাড়ির ব্রেক ছিঁড়ে গিয়েছে, তাই কোনও দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত বাড়ি পৌঁছোতে হবে।’
কেএসকে/এমএস