একুশে বইমেলা

প্রকাশিত হয়েছে উম্মে সোহাগীর ‘খণ্ডিত জীবন’

তরুণ কবি উম্মে সোহাগীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘খণ্ডিত জীবন’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বইমই প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নোশিন তাবাসসুম। নামলিপি করেছেন ওসমান আল আহনাফ।

Advertisement

প্রকাশক এমদাদুল হক জানান, উম্মে সোহাগীর ৮০ পৃষ্ঠার ‘খণ্ডিত জীবন’ বইটির প্রচ্ছদ মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটির প্রি-অর্ডার চলছে। দ্রুতই পাঠকের হাতে পৌঁছে যাবে।

কবি উম্মে সোহাগী বলেন, ‘জীবনের টুকরো গল্পগুলো খুঁজে পেতে সৃষ্টি হলো ‘খণ্ডিত জীবন’। আপনাদের জীবনের টুকরো গল্পগুলো খুঁজে পেতে বইটি পড়তে পারেন। আশা করি সবারই ভালো লাগবে।’

আরও পড়ুন

Advertisement

স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার: রাজনৈতিক প্রজ্ঞার দলিল আসছে ইমতিয়াজ আহমেদের ‘অসমাপ্ত রাতের ছায়া’

সাহিত্যের দীর্ঘ যাত্রাপথের এক নতুন অভিযাত্রী উম্মে সোহাগী। ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত ‘ত্রিকোণ জানালা’ তার প্রথম কাব্যগ্রন্থ। পাহাড় বেষ্টিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তার জন্ম।

ছোটবেলা থেকেই সাহিত্যে হাতেখড়ি তার। বর্তমানে কবি ওমানে প্রবাস জীবন যাপন করছেন। প্রবাসে কাজের ফাঁকে পরিশ্রম করে লেখালিখি করেন। একদিন তিনি সফল হবেন এমনটাই আশা করছেন।

এসইউ/এমএস

Advertisement