দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে সঙ্গীর সঙ্গে অতীত বা বর্তমান সব বিষয়ে খোলাখুলি কথা বলা উচিত। অনেক পুরুষ আছেন যারা বিভিন্ন বিষয় লুকিয়ে রাখতে চান স্ত্রীর কাছ থেকে, তা হোক অতীত কিংবা বর্তমান। এটি মোটেও উচিত নয়, কারণ আপনার এই লুকোচুরিতে সংসারে অশান্তি হতে পারে।
Advertisement
বেশিরভাগ পুরুষই তার অতীতের কথা বলতে ভয় পান, তবে আগে থেকেই যদি স্ত্রীকে সব বিষয়ে জানিয়ে দেন তাহলে ভবিষ্যতে কলহ হওয়ার সুযোগ আর থাকবে না। এমন আরও কিছু বিষয় আছে, যা স্ত্রীর কাছে লুকাবেন না-
অতীতের সম্পর্কআপনার জীবনে পুরোনো প্রেম থাকতেই পারে। তবে এ কথা লুকিয়ে রাখবেন না। নিজে থেকেই জানিয়ে দিন বিষয়টি। এতে স্ত্রী আপনাকে বিশ্বাস করবে। তবে আপনি জানালেন না অথচ তিনি নিজ থেকেই জেনে গেলেন, তখন কিন্তু আর রক্ষা নেই।
আরও পড়ুন বেশি খাওয়ার লোভ কমাবেন যেভাবেক্যানসারের ঝুঁকি বাড়ে যেসব ভুল অভ্যাসে দুর্বলতা জানাননিজের কোনো দুর্বলতা থাকলে সেটা অবশ্যই স্ত্রীকে বলুন। এতে আপনি তার কাছে ছোট বা দুর্বল হয়ে যাবেন না। এক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে ওই দুর্বলতা কাটিয়ে উঠতে নিশ্চয়ই সাহায্য করবে।
Advertisement
বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডা দেবেন না
আপনি ছেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই পারেন আলাদা করে। তবে সেটি তাকে না জানিয়ে একদমই করবেন না।
যোগাযোগ রাখুনআপনার মেলামেশা কাদের সঙ্গে সেটা সবসময় আপনার স্ত্রীকে জানান। তাদের সঙ্গে পরিচয় না করালেও হবে। তবে আপনার স্ত্রী যেন না জানতে পারেন যে, আপনি কাদের সঙ্গে সময় কাটান।
জেএমএস/জেআইএম
Advertisement