আন্তর্জাতিক

বাতাসের ওপর দিয়েই হাঁটা যাবে

দুবাইয়ের বিখ্যাত আইকন ডেয়ার ডেভেলপমেন্ট কোম্পানি এক নতুন টাওয়ার তৈরি করছে। এতে বেশ কিছু চমক থাকছে। সবচেয়ে বড় চমক হচ্ছে এই টাওয়ারের ঝুলন্ত বারান্দা। ৭৮ ফুট উঁচু এই বারান্দা দিয়ে আপনি বাতাসের ওপর দিয়ে হাঁটতে পারবেন। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। ভাবছেন এমনটা আবার হতে পারে নাকি। কিন্তু সত্যিই আইকন এমন বিচিত্র চমকের আয়োজন করেছে। আর এটাই হবে দুবাইয়ের সবচেয়ে ব্যতিক্রমী টাওয়ার। এই টাওয়ারে উঠলে আপনি ৯শ ৩৫ ফুট ওপরে পাবেন সতেজ বাতাস। নির্মাণকারী প্রতিষ্ঠান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, ওই টাওয়ারে আরামকক্ষ, ডাইনিংরুম, ঝুলন্ত বারান্দাসহ বেশ কিছু অভিনব প্ল্যাটফর্ম থাকবে। সেখানে সবচেয়ে ওপরের তলায় তাদের সেফটি রেলিংয়ের ওপর দিয়ে হেঁটে যাবার সুযোগ রয়েছে।  তবে সবচেয়ে উত্তেজনাকর বিষয় হচ্ছে টাওয়ারের সবচেয়ে উঁচু  কাচের লিফটে আপনি চারপাশের সব কিছু দেখতে পারবেন।এটা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। এই টাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। ছবি থেকেই এই ব্যাতিক্রমী টাওয়ার সম্পর্কে ধারণা পাবেন।টিটিএন/এবিএস

Advertisement