সাহিত্য

এলি বড়ুয়ার দুটি কবিতা

কিছুই টের পাইনি

Advertisement

কিছুই টের পাইনিটের পাইনি আমার ভালোবাসা কবেতোমার অবহেলায় রূপ নিলো কিছুই টের পাইনি।তোমার একটু একটু বদলে যাওয়াদেখতে দেখতেবুকের ভেতর কত রক্তক্ষরণ হয়েছিলকিছুই টের পাইনি।তোমার একটু একটু দূরে সরে যাওয়া দেখতে দেখতেবুকের ভেতর কবে চাপা অভিমান জমেছিলকিছুই টের পাইনি।আসতে আসতে মনের অজান্তে কবে যেওই অভিমান বিন্দু বিন্দুদূরত্বে রূপ নিয়েছিলতার টেরও পাইনি।ওই দূরত্ব কবেই ভুলে যাওয়াতে রূপ নিলো তারও টের পাইনি।আজ দুজন নিষ্প্রাণতার টের আজও কেউই পাইনি।

****

নির্ভুল গল্প

Advertisement

ভেবে কি দেখেছো?তুমি কতদূর ওই দুর্গম পথ পাড়ি দিয়েআজ এতদূর এসেছো?ফিরে চাও পেছন পানে।দেখো—দেখো নিজেকেতুমি কতটা বদলে গেছো!অথবা কতটা নিজেকে বদলে ফেলেছো।সেই তুমি আজ তুমির মধ্যে ভীষণ তফাৎ।যারা তোমাকে নিমিষে ভেঙে দিয়ে গেছে,যারা তোমার পথ রুখেছিল একদিনআজ তারা বাগ্রুদ্ধ। নত।জীবনের পেণ্ডুলাম থেকে কতটা সময় আজ হারিয়ে গেছে।কুয়াশায় কিশোরী ভোরে শিশির মাখা তোমার নগ্ন পায়েতুমি আর ফিরে যেতে পারবে না,ভুলে ভরা গল্প শুধরিয়ে নেওয়ার জন্য।যে পুরোনো তালা ধূলোবালি জমেমুখ থুবড়ে পড়ে আছে বহুকাল ধরে,ওই হারানো চাবি আর খুঁজে বেরিয়ে লাভ কী?পেছনের দরজা বন্ধ করে দাও।মুছে দাও সব জীর্ণ গল্প।নতুন করে লেখোকোনো এক নির্ভুল গল্প।

এসইউ/জিকেএস