গাছ ভাঙছে ডাল ভাঙছে ভাঙছে আরও নদীর কূল, বাঁধ ভাঙতে পাড় ভাঙছে উপড়ে গেছে গাছের মূল।
Advertisement
টিন উড়ছে খড় উড়ছে উড়ছে আরও বালুচর, সাপ ভাসছে মাছ ভাসছেভাসছে কত বসতঘর।
কাঁদছে মানুষ ডুবছে পশু উজাড় হয়ে যাচ্ছে বন,দুর্যোগেরই মহামারিছোবল মারে সারাক্ষণ।
নাই খাদ্য নাই বিদ্যুৎ পানির নিচে শস্যমাঠ,একূল দুকূল অথৈ পানিযায় না চেনা নদীর ঘাট।
Advertisement
ঝড়-ঝঞ্ঝা রোধ করতে বেশি বেশি লাগাই গাছ,পরিবেশকে রক্ষা করেথাকবো সুখে বারোমাস।
এসইউ/এমএস