নীল রঙের মেয়েটি বৃষ্টি হয়ে ঝরছে নীল রঙের মেয়েটি বৃষ্টি হয়ে ঝরছেসে নদী আনতে গিয়েছিলনদী তার হাত ধরেনিসে প্রজাপতি হতে চেয়েছিলকেউ তার ডানা ভেঙেছে।
Advertisement
সে এখন ঢেউ হয়ে সাগর পাড়ি দেবে।
****
স্বাধীনতা একখানে বন্দি নেই আর
Advertisement
একঝাঁক ঘাসের স্মৃতি আছে। নদী হয়েছিলে তুমিআমি হয়েছিলাম সাগর।
রকেটের মতো ছুটছে সম্পর্ক। মেরামত নেই।তোমার স্বার্থপরতাই আমাকে স্বাধীনতা দিয়েছেবিরাট স্বাধীনতা। নীল আকাশে ঘাসের স্বাধীনতাশঙ্খচোখে ভাসার স্বাধীনতাজারুল বনে ওড়ার স্বাধীনতা— আমার স্বাধীনতা একখানে বন্দি নেই আর।নদীর সঙ্গে ছুটে যাওয়া, ইনানী পাথরে হোঁচট খাওয়াচাকমা পাড়ায় আর শালবনে হারিয়ে যাওয়ার ভয় নেই আর।
শিকলের ঝনঝনানি হারিয়ে গেছে তোমার স্বার্থপরতায়।
****
Advertisement
একুশের সৃষ্টি ভুলে আঠারোর ধ্বংস
হুইলচেয়ারে বসেআমি ধরতে চেয়েছিলাম আঠারোকে ভুলে গিয়ে পঞ্চাশপাশের এক কবি বললেন, একুশ ধরার চেষ্টা করোকবিরা একুশ পান সহজে।
একুশের সৃষ্টি ভুলে আঠারোর ধ্বংস চাওয়ারগড়পড়তা আমরা সবাই একই।
এসইউ/জিকেএস