বিনোদন

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত চলচ্চিত্র নির্মাতা আউয়াল

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত চলচ্চিত্র নির্মাতা আউয়াল

চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল। এফডিসিতে জানাজা শেষে বুধবার (৮ মে) সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Advertisement

এর আগে ৭ মে দিনগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

চলচ্চিত্র নির্মাতা এম এ আউয়ালের মরদেহ উদ্ধার

এদিকে দাফনের আগে বুধবার বিকেল ৪টার দিকে তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আনা হয়। শেষবারের মতো তাকে দেখতে এসেছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

Advertisement

এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ সিনেমাতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেন।

এমআই/এমআইএইচএস