সাহিত্য

সিবগাতুর রহমানের কবিতা: নিদানের আশা

চারিদিকে দেখি ধু-ধু মরুভূমি কোথাও নেই আলোখরতাপে জ্বলে মরছি নিদানে মনটাও নেই ভালো।

Advertisement

বিধাতার পানে চেয়ে আছি এতটুকু ছায়ার আশেএক টুকরো মেঘ হয়ে তিনি কখন আসিবেন পাশে।

ডুবে আছি আমি পাপে ও তাপে এই অপরাধ মানিতিনি ক্ষমাকারী দয়ার সাগর নিরাশ হবো না জানি।

ক্ষমা চেয়ে তাই শুধু ডেকে যাই তাঁরই দুয়ারে বসি ঝরবে আশায় আমার কপালে তাঁর কলমের মসি।

Advertisement

অচিরেই তিনি আসিবেন ঠিক ছায়া হয়ে শির ’পরে জানিবে সকলে তাঁর প্রেমধারা কেমনে ঝরে পড়ে।

এসইউ/জিকেএস