শিক্ষা

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৫শ শিক্ষার্থী

প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৫ সালের পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫ শত শিক্ষার্থী। এদের মধ্যে ট্যালেন্টপুলে (মেধা কোটায়) পেয়েছে ৩৩ হাজার ও সাধারণ কোটায় পেয়েছে ৪৯ হাজার ৫শ শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সভাকক্ষে এ ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এসময় তিনি জানান, এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। ট্যালেন্টপ্রাপ্তদের এবার প্রতি মাসে ৩ শত টাকা করে দেয়া হবে, যা গত বছর ছিল দুই শত টাকা। অন্যদিকে সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তদের দুইশত পঁচিশ টাকা করে দেয়া হবে, যা গত বছর ছিল ১৫০ টাকা। উল্লেখ্য, গত বছর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল ২২ হাজার এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছিল ৩৩ হাজার শিক্ষাথী। এমএম/একে/পিআর

Advertisement