বর্তমানে পেশাজীবীদের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে লিঙ্কডইন। পৃথিবীব্যাপী প্রায় ৪০০ মিলিয়ন লিঙ্কডইন ব্যবহারকারী রয়েছে। পুরো দুনিয়া এগিয়ে যাচ্ছে। আপনি কেন পিছিয়ে থাকবেন? এক প্ল্যাটফর্মে এতো লোক আর কোথায় পাবেন? কেননা উন্নত দেশগুলোতে লিঙ্কডইনের মাধ্যমে অনেকেই পাচ্ছেন মনের মত চাকরি। তাই নিজেকে তুলে ধরুন লিঙ্কডইনের মাধ্যমে।লিঙ্কডইন কীলিঙ্কডইন মানে হচ্ছে আন্তঃসংযোগ। অর্থাৎ যার ভিতরে প্রবেশ করলে আরো সংযোগ আছে তাকেই লিঙ্কডইন বলে। সহজে বলতে গেলে, লিঙ্কডইন অনেকটা ফেসবুকের মতই। লিঙ্কডইনেও ফেসবুকের মতো কোথায় কাজ করছেন, কী করছেন, নতুন কী করলেন সেগুলো প্রকাশ করা যায়। লিঙ্কডইন কেন দরকার* লিঙ্কডইন একটি বৈশ্বিক যোগাযোগের মাধ্যম। দুনিয়ার যেকোনো প্রান্তের যেকোনো কোম্পানির যেকোনো লোককে পাওয়া সম্ভব লিঙ্কডইনের মাধ্যমে। * উন্নত দেশগুলোতে লিঙ্কডইনের মাধ্যমে অনেকেই পাচ্ছেন মনের মত চাকরি।* কোথাও আবেদন করার সময় ওই কোম্পানি কেমন, কারা ওই কোম্পানিতে চাকরি করছেন ইত্যাদি নানা তথ্য পাবেন লিঙ্কডইনে। * ওয়েবসাইটের সাথে সংযুক্ত করার মাধ্যমে চাকরির সব বিজ্ঞপ্তি পাবেন লিঙ্কডইনে।* লিঙ্কডইন আপনাকে বাছাই করে বলে দিবে আপনার আসলে কোন কোন চাকরির জন্য আবেদন করা উচিত।* আপনার ভালো কাজের জন্য আপনাকে আপনার সহকর্মী বা ঊর্ব্বতন সুপারিশ করতে পারে যা কিনা আপনাকে পরবর্তী চাকরি পেতে অনেক সাহায্য করবে।* অনেকের মধ্যে নিজের ভালো কাজের খবর ছড়িয়ে দিতে লিঙ্কডইনের জুড়ি নেই।* লিঙ্কডইন ব্যবহার করে আপনি সরাসরি আবেদন করতে পারবেন অনেক বহুজাতিক কোম্পানিতে।* দেশি ও বহুজাতিক কোম্পানিগুলোর পেজ বা গ্রুপ ফলো করলে পাবেন তাদের আপডেটগুলো।লেখক: ট্রেইনার ও প্রফেশনাল সিভি রাইটার, চিফ নলেজ ডিস্ট্রিবিউটর, কর্পোরেট আস্ক বাংলাদেশ।এসইউ/পিআর
Advertisement