সাহিত্য

বৈশাখ দহনে ও অন্যান্য কবিতা

বৈশাখ দহনে

Advertisement

কাউকে আমি প্রবলভাবে চাই, সত্যিইচৈত্র ফুরালে, মেঠো সংকীর্তণের দলে মিশে যায়বৈশাখ দহনের প্রেম; কামনার জন্ম হয় পাথুরে মাটি ভেদ করেবীজের অঙ্কুরোদগম শেষে; ঠোঁট ছুঁয়ে চুমু দেয় বর্ষাবৃষ্টির ফোঁটায় ফোঁটায়— আমার শরীরজুড়ে ছুঁয়ে দেয় উন্মাতাল যৌবন।আমি কাউকে প্রবলভাবে চাই, সত্যি।

**

বৈশাখ আসে

Advertisement

বৈশাখ মানে রৌদ্রে পোড়া দুপুরবৈশাখ মানে তোমার হাত ধরে একসাথে হাঁটার ক্লান্তি লাগা শহর।বৈশাখ মানে তৃষ্ণার্ত ঠোঁটে রাজপথে হেঁটে চলাবৈশাখ মানে তোমার সাথে রাত্রিজুড়ে আমার কথা বলা।বৈশাখ মানে, ঝোড়ো হাওয়ায় উড়ছে তোমার আঁচলবৈশাখ মানে, চৈত্র দহন শেষে দু’ফোঁটা বৃষ্টির জল।

**

বুকের গভীরে বৈশাখ

আকাশজুড়ে কালো মেঘ, ঝড়ো হাওয়ায়ওড়ে তোমার চুল; তবুওবাতাসে ভাঙনের গন্ধ ভাসেবিকেলজুড়ে তীব্র হয় অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে!শুষ্ক মাটিও প্রতীক্ষায় থাকে ভেজা যৌবনের।বুকের গভীরে তবুও বৈশাখী ঝড় ওঠেভেঙে পড়ে সহস্রকালের গড়া তাজমহল,একসময় শান্ত হয় পৃথিবী; থেমে যায় ঝড়ো বাতাসতোমার খোলা চুল ছড়িয়ে পরে পিঠজুড়েবুকে রেখে যায় প্রলয়ের ক্ষতচিহ্ন।

Advertisement

এসইউ/এমএস