দুদক অযথা কোনো মানুষকে হয়রানি করবে না। তবে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। দুর্নীতি দমনে আইনি ব্যবস্থা নিয়ে অপরাধীকে জেলে পাঠানোই বড় কথা নয়। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন।শনিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।তিনি আরও বলেন, দুদকে প্রবেশে সাংবাদিকদের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ২০১২ সালের একটি সিদ্ধান্ত অনুযায়ী দুদকে প্রবেশে শৃঙ্খলা রক্ষায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ৮৫ লাখ শিশু শিক্ষার্থীকে সচেতন করে দুর্নীতি দমনে ভূমিকা রাখতে চান বলে উল্লেখ করেন তিনি।দুদক দণ্ডহীন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুদক দণ্ডহীন নয়। দুদক আইনে নখও আছে, দন্তও আছে। তরবারি ব্যবহার না করলে তাতে যেমন মরিচা পড়ে তেমনটি হয়েছিল।তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কাজ বাংলাদেশের শেষ প্রান্ত সাতক্ষীরার শ্যামনগর থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে তিনি টেকনাফ তেতুলিয়া ও জকিগঞ্জের মতো প্রত্যন্ত এলাকায় গিয়ে জনগণকে সচেতন করে তুলবেন। এ সময় দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে শুক্রবার শ্যামনগর ও শনিবার আশাশুনি উপজেলার পৃথক দুটি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।এমএএস/পিআর
Advertisement