ছেড়ে যাওয়া মানুষটাকেদু’কদম এগিয়ে দেওয়ার মতো আনন্দআর কী হতে পারে বলো?যে আনন্দের আতিশয্যে দূরত্ব বাড়িয়েছিলেকায়মনোবাক্যে ঠিক আমারও প্রার্থনা—‘সে আনন্দ’ই তোমার প্রাপ্য হোক!’
Advertisement
শখের ঘুড়িটাকে মায়া কেটে যখনমহাশূন্যে হারিয়ে যেতে দেখলামসেদিন থেকেই শিখলাম—ভালোবাসলেই সবকিছু আটকে রাখা যায় না।
আচমকা নয় বরং সঙ্গোপনে ধিকিধিকি বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পুড়লে কেমন লাগে তুমি জানো? দৃশ্যমান হুতাশনে অন্তত পোড়াভিটাটা থাকে,কিন্তু প্রবঞ্চনার অনল আঁকড়ে বাঁচার জন্য একমুঠো পোড়া মাটিও রাখে না।
নিয়তির দোষে তো আজন্মই কপাল পোড়াতোমার ভালোবাসায় না হয় বুকটাও পুড়লো!
Advertisement
এসইউ/এএসএম