প্রেম স্বর্গে নিয়ে যায়; আবার প্রেমই পাঠায় নরকে। পৃথিবীতে ভালোবাসা না থাকলে সব মূল্যহীন হতো। প্রেম আছে বলেই সুখ আছে, আছে বিরহ। সুখ-দুঃখ আছে বলেই তো জীবন এত বৈচিত্র্যময়। প্রেমের মর্ম বুঝি না বলেই তো এত ভাঙন, এত বিরহ, এত অশান্তির দাবানল!
Advertisement
উর্দু ভাষার বিখ্যাত কবি মির্জা গালিব তুলেছেন সেই মর্ম, দরদ, বিরহ-বেদনার সুর। তার গজল-শায়েরি থেকে প্রেমের হৃদয়ছোঁয়া ছন্দকথার ডালি সাজানো হয়েছে এ বইয়ে।
আরও পড়ুন• বইমেলায় রুবাইদা গুলশানের ‘জোছনাময়ী’ • মাসুম আওয়ালের ‘আমার বর্ণমালা’ সিরিজ
কবি ও অনুবাদক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহর অনুবাদে মির্জা গালিবের ‘মহব্বত কি শায়েরি’ প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলায়। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশ করেছে ভাষাপ্রকাশ।
Advertisement
১২৮ পৃষ্ঠার বইটির বিনিময় মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশনীর ৫২৬-৫২৮ নাম্বার স্টলে।
এসইউ/জিকেএস