চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশের প্রখ্যাত এ চলচ্চিত্র পরিচালককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সোমবার বাদ আসর এফডিসিতে খোকনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।এদিকে চলচ্চিত্রের এ নির্মাতার মৃত্যুর খবরে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক এবং শিল্পীসমিতি। শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।আরএস/এমএস
Advertisement