আল্লাহ তাআলার ইবাদাত-বন্দেগির মধ্যে নামাজ হচ্ছে মর্যাদাপূর্ণ ইবাদাত। এ জন্য আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের ব্যাপারে অত্যাধিক গুরুত্বারোপ করেছেন। আর নামাজের মধ্যে জুমআর দিন এবং জুমআর নামাজ হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। এ নামাজ আদায়ের জন্য রয়েছে ১২টি শর্ত। যা এখানে তুলে ধরা হলো-মুসল্লির জন্য ৬টি শর্ত১. স্বাধীন হওয়া।২. পুরুষ হওয়া।৩. মুকিম হওয়া অর্থা সফর অবস্থায় না থাকা।৪. সুস্থ হওয়া।৫. প্রাপ্ত বয়স্ক হওয়া। এবং৬. জ্ঞান সম্পন্ন হওয়া।জুমআ আদায় সংক্রান্ত ৬টি শর্ত১. সময় : জোহরের সময় নামাজ আদায় করা।২. খুতবা : নামাজের পূর্বে দুটি খুতবা প্রদান করা।৩. জামাআত : নামাজ জামাআতের সহিত আদায় করা।৪. শহর ব শহরতলী হওয়া। অর্থাৎ যেখানে লোক সমাগম হয়।৫. বাদশাহ বা তাঁর প্রতিনিধি উপস্থিত হওয়া। ৬. নামাজের অনুমতি : সকল মানুষের জন্য নামাজ আদায়ের অনুমতি থাকা। সুতরাং যারা এ শর্তগুলোর আওতায় থাকবে। তাদের জন্য জুমআর নামাজ আদায় করা ফরজে আইন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ গুরুত্বপূর্ণ নামাজ আদায়ের তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি
Advertisement