সাহিত্য

শাহানাজ শিউলীর কিশোর কবিতা: ষড়ঋতু

রূপের খেলা, রঙের খেলা, সুরের খেলার দেশষড়ঋতুর সাজ-সজ্জার নেই তো কোনো শেষ।

Advertisement

আম, লিচু, কাঁঠাল ফলের গ্রীষ্ম করে চাষঅগ্নিঝরা, রৌদ্রখরা জলহীন দুই মাস।

বর্ষা আসে অথই জলে নূপুর পায়ে দিয়েসুবাস ভরা কদম-কেয়া মাছের বাজার নিয়ে।

রূপের রানী শরৎ আসে শুভ্র মেঘের ভেলায়নতুন ধানের মঞ্জুরীতে লুকোচুরি খেলায়।

Advertisement

মমতাময়ী হেমন্ত আসে লক্ষ্মীভান্ডার নিয়েশূন্য গোলা পূর্ণ করে পাকা ফসল দিয়ে।

পৌষ পার্বণে পিঠা নিয়ে আসে শীতের মাসবিন্দু বিন্দু শিশির মেখে হাসে দুর্বাঘাস।

ঋতুর রাজা বসন্ত আসে কোকিল ডাকা সুরেউদাস করা মাতাল হাওয়া মন নিয়ে যায় দূরে।

এসইউ/

Advertisement