বিনোদন

রবি ঠাকুরের একরাত্রিতে মম ও শিমুল

রবি ঠাকুরের প্রেমের গল্পগুলো বিশ্ব সাহিত্যকে ঋদ্ধ করেছে। সেইসব ছোট গল্পের মধ্যে জনপ্রিয় একটি ‘একরাত্রি’। সেখানে দেখা যায় এক ঝড়ের রাতে একটি মন্দিরের সামনে শেষ দেখা হয় প্রেমিক-প্রেমিকার। এরপর সেই এক রাতের দেখা অবিস্মরণীয় স্মৃতি হয়ে যায়। বহুল পরিচিত এই গল্পটি এবার আসছে টিভির পর্দায়। কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই গল্প অবলম্বনে অঞ্জন আইচ নির্মাণ করেছেন নাটক ‘একরাত্রি’। নাটকের প্রধান দুটি চরিত্র নীল ও সুরবালার ভূমিকায় দেখা যাবে সুজাত শিমুল ও জাকিয়া বারি মমকে। নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, এস এম মহসিন, রিমি করিম প্রমুখ। গেল ২১ মার্চ, সোমবার মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে হয়েছে এর দৃশ্যধারণ। এলএ/আরআইপি

Advertisement