তথ্যপ্রযুক্তি

আইফোন ১৫ পাওয়া যাবে ৫ রঙে

বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৫। গত ১২ সেপ্টেরম্বর অ্যাপল পার্কে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে লঞ্চ করলো আইফোন ১৫ সিরিজ। আইফোন ১৫ সিরিজে চারটি ফোন এনেছে অ্যাপল। এগুলো হলো- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করেছে অ্যাপেল।

Advertisement

পুরো বিশ্ব অনেকদিন অপেক্ষা করেছে এই মাহেন্দ্রক্ষণের। আইফোনপ্রেমীদের ঘুম কেড়ে নিয়েছিল এই সময়টার অপেক্ষা। অবশেষে অবসান ঘটলো। আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোন ডায়নামিক আইল্যান্ড ফিচার সহ নিয়ে এসেছে, যা আগে আইফোনের প্রো সংস্করণের জন্য সংরক্ষিত ছিল।

আরও পড়ুন: বাজারে এলো আইফোন ১৫, দাম কত?

আইফোন ১৫-এর নতুন সেটটি ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি ডিসপ্লে যুক্ত। একেবারে নতুন আইফোন ১৫, ৭৫ শতাংশ পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত কোবাল্ট দিয়ে তৈরি। দুর্দান্ত ক্যামেরা সহ হাজির হয়েছে আইফোন ১৫ সিরিজের ফোনগুলো।

Advertisement

তবে আইফোনের আরেকটি ব্যাপার নিয়ে আইফোনপ্রেমীরা খুবই ভাবনায় থাকেন। তা হচ্ছে এর রং। আইফোন ১৫ গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো রঙে পাওয়া যাবে।

আইফোন ১৫-তে দেওয়া হয়েছে অসংখ্য নতুন নতুন ফিচার। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আইফোন ১৫ এসেছে টাইপ সি পোর্টে। অর্থাৎ আইফোনের জন্য এখন আলাদা কোনো চার্জার থাকছে না। অন্যান্য স্মার্টফোনের মতোই আইফোন চার্জ হবে টাইপ সি পোর্টে।

সূত্র: ফোর্বস

কেএসকে/জেআইএম

Advertisement