বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৫। অ্যাপেল তাদের ওয়ান্ডারলাস্ট ইভেন্টে লঞ্চ করলো আইফোন ১৫ সিরিজ। পুরো বিশ্ব অনেকদিন অপেক্ষা করেছে এই মাহেন্দ্রক্ষণের। আইফোনপ্রেমীদের ঘুম কেড়ে নিয়েছিল এই সময়টার অপেক্ষা। অবশেষে অবসান ঘটলো।
Advertisement
আইফোন ১৫ সিরিজে চারটি ফোন এনেছে অ্যাপল। এগুলো হলো- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করেছে অ্যাপেল। এই সিরিজের প্রো মডেলগুলোতে অত্যাধুনিক এ১৭ বায়োনিক চিপসেট ব্যবহার করেছে সংস্থা। অ্যাপেলের দাবি অনুযায়ী, এটি ৩ ন্যানোমিটার প্রসেসর এবং আগের প্রসেসরের থেকে ১০ গুণ বেশি শক্তিশালী।
আরও পড়ুন: অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে চার্জ হবে আইফোন ১৫
স্ট্যান্ডার্ড মডেলগুলি অর্থাৎ নন-প্রো আইফোনে থাকছে ডাইনামিক আইল্যান্ড এবং ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্স ভার্সনে ৫এক্স অপটিকাল জুম এবং ১০এক্স ম্যাক্রো ফটোগ্রাফির জন্য থাকছে ১২০ মিলিমিটার লেন্স।
Advertisement
আইফোন ১৫-এর দাম বিশ্ববাজারে ৭৯৯ ডলার থেকে শুরু, যা বাংলাদেশি মুদ্রায় ৮৭ হাজার ৩৩৭ টাকা। আইফোন ১৫ প্লাস ৮৯৯ ডলার থেকে শুরু, যা বাংলাদেশি মুদ্রায় ৯৮ হাজার ২৬৮ টাকা। আইফোন ১৫ প্রো ৯৯৯ ডলার থেকে শুরু, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯ হাজার টাকা। আইফোন ১৫ প্রো ম্যাক্স ১,১৯৯ ডলার থেকে শুরু, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩১ হাজার টাকা।
সূত্র: ফোর্বস
কেএসকে/জেআইএম
Advertisement