সাহিত্য

দুই পৃথিবী এবং টিফিনের দশ টাকা

দুই পৃথিবী এবং টিফিনের দশ টাকা

তাইজুল ইসলাম

Advertisement

দুই পৃথিবী

সপ্তাহে রোববার পিন্টুর স্কুল ছুটি থাকে। বাবার অফিসও। এ দিনটায় বাড়িতে বেশ ভালো-মন্দ রান্না করেন মা। পিন্টু তাদের খুব আদুরে। তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না।

পিন্টু বায়না ধরেছে, আজ সে শিশুপার্কে যাবে। রোদের তেজ একটু কমতেই তারা বেরিয়ে পড়েন। পার্কে ঢোকার মুখেই পিন্টু ওর বয়সী ছেলেটাকে দেখতে পায়।

Advertisement

বাবার কাছ থেকে কুঁড়ি টাকার একটা নোট নিয়ে ছেলেটার হাতে দিতে দিতে জিজ্ঞেস করে, ‘ছুটির দিনেও ভিক্ষা করতে বেরিয়েছিস তনু?’

তনু রোজ পিন্টুদের স্কুলগেটটায় দাঁড়িয়ে ভিক্ষা করে।

****

টিফিনের দশ টাকা

Advertisement

দীপু-মিতা দুই ভাই-বোন। দীপুর থেকে মিতা আড়াই বছরের বড়। মিতা সবে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আর দীপু ক্লাস ফোরে। তবে দুজন দুই স্কুলে। দুজনেরই টিফিন খরচ কুড়ি টাকা।

‘মামনি! ভাইয়া তো টিফিনে শুধু বাটার বান খায়, ওর তো দশ টাকা হলেই চলে যায়। তুমি ওকে কুঁড়ি টাকা কেন দাও?’ মিতার রোজ এই এক অভিযোগ।

পারু কিছু বলেন না, মেয়ের কথা শুনে হাসেন। পারু জানেন, স্কুলগেটে ভিক্ষা করতে আসা বুড়িমার হাতে দীপু রোজ টিফিনের দশ টাকা তুলে দেয়।

এসইউ/এএসএম