তথ্যপ্রযুক্তি

আপনার ফোনে বিপজ্জনক রেডিয়েশনের মাত্রা কত?

মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও চিন্তা করা যায় না। তবে জানেন কি, মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। স্মার্টফোনের ক্ষতিকর রেডিয়েশন ইউজারদের জন্য কতটা বিপজ্জনক বিকিরণ তরঙ্গ তৈরি করে তা কোডের মাধ্যমে পরীক্ষা করা যায় খুব সহজে।

Advertisement

স্মার্টফোনের এই ক্ষতিকর রেডিয়েশনের মান নির্ধারণ করার জন্য একটি এসএআর কোড রয়েছে। এসএআর মান হলো ফোন দ্বারা নির্গত তরঙ্গ এবং মানবদেহ দ্বারা শোষিত তরঙ্গ পরিমাপ। মোবাইল থেকে বের হওয়া তরঙ্গ সবসময় একরকম হয় না। ফোনের ব্যবহার অনুযায়ী এগুলো বাড়ে এবং কমে। স্মার্টফোন থেকে নির্গত এই তরঙ্গগুলো ‘এসএআর ভ্যালু’-এর মাধ্যমে পরিমাপ করা হয় এবং তা এক ফোন থেকে অন্য ফোনের ক্ষেত্রে আলাদা হয়।

যে কোনো মোবাইল ফোনের এসএআর মান চেক করার প্রক্রিয়া খুবই সহজ। নিজের মোবাইল ফোনে ইউএসএসডি কোড জানতে *#০৭# ডায়াল করতে হবে। তারপর সেই পৃষ্ঠায় রিডায়রেক্ট করা হবে। এখানে এসএআর মান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা করতে পারেন।

আরও পড়ুন: জানেন কি/নতুন মোবাইল ফোন কেনার পর যা করা জরুরি 

Advertisement

এছাড়াও থার্ড পার্টি ওয়েবসাইট, এমনকি আপনার মোবাইল ফোনটি যে সংস্থার তাদের ওয়েবসাইট থেকেও এসএআর জানতে পারবেন। মোবাইল ফোনের সেটিংসে গিয়েও জানতে পারবেন এই তথ্য। এজন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউটে ক্লিক করুন। সেখানেই পেয়ে যাবেন। আইফোন হলে সেটিংস>জেনারেল>লিগ্যাল>আরএফ এক্সপোজার। সেখানেই আপনার মোবাইলে এসএআর কত তা জানতে পারবেন ।

মোবাইল ফোনের জন্য এসএআর সীমা হল ১.৬ওয়াট/কিলোগ্রাম। মোবাইল ফোনের এসএআর সীমা এর চেয়ে কম হলে ফোন ব্যবহারে কোনো সমস্যা নেই। কিন্তু এর থেকে বেশি হলে ব্যবহারকারীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে। এছাড়া কিছু প্রিমিয়াম ফোনে ব্যবহারকারীরা এই কোড ডায়াল করে এসএআর-এর মান খুঁজে পাবে না।

ব্যবহারকারীরা শুধু এসএআর মান জানতে সেই ডিভাইসের ব্র্যান্ডের ওয়েবসাইটে যেতে পারে। ব্যবহারকারীরা সেটিং অপশনেও যেতে পারেন এবং সেখান থেকে ওই ব্র্যান্ডের ডিভাইসের এসএআর মান জানতে পারবেন। এই তথ্যটি সাধারণত এই ধরনের অনেক ডিভাইসের ম্যানুয়ালেও উপস্থিত থাকে।

সূত্র: গাইডিং টেক, গ্যাজেটস টু ইউজ

Advertisement

কেএসকে/জিকেএস