তথ্যপ্রযুক্তি

একসঙ্গে ৩২ জন মিটিং করতে পারবেন হোয়াটসঅ্যাপে

মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বর্তমানে সারাবিশ্বে কয়েক কোটি মানুষ ব্যবহার করছেন অ্যাপটি। শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এখানে।

Advertisement

ব্যক্তিগত চ্যাট তো আছেই অফিসের তথ্য আদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে। এছাড়াও ছোট বড় সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। তবে এখন অফিসের কাজ হবে আরও সহজ।

মিটিংয়ের জন্য এখন অন্য অ্যাপ ব্যবহার করতে হবে না। হোয়াটসঅ্যাপেই গুগল মিটিং ও জুমের মতো মিটিং ও ভিডিও কলে কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ কলে যুক্ত হতে পারবেন ৩২ জন।

মেটা ব্যবহারকারীদের জন্য ফটো এডিটিং ও স্টিকার সাজেশনের অপশন এনেছে কয়েকদিন আগেই। এখন আরও একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে। তবে তা ছিল শুধু মোবাইল ভার্সন। এখন উইন্ডোজ ভার্সনেও ফিচার দিতে চলেছে হোয়াটসঅ্যাপ।

Advertisement

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ছবি অটো ডাউনলোড হওয়া আটকাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ উইন্ডোজ অ্যাপে মোবাইলের মতোই ৩২ জনকে ভিডিও কল করার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এবার থেকে ল্যাপটপ বা ডেস্কটপে বড় বড় সব মিটিং হোয়াটসঅ্যাপেই সেরে ফেলতে পারবেন। বর্তমানে এই ফিচারটি কিছু বিটা টেস্টাররাই ব্যবহার করতে পারবেন। তবে খুব শিগগির সবার জন্য চালু হতে চলেছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপ ভিডিও অ্যাপের মাধ্যমে ৩২ জনের কাছে অডিও কল এবং ৮ জনকে ভিডিও কল করা যায়। নতুন আপডেটের পরে, ব্যবহারকারীরা ভিডিও কলে ৩২ জনকে অ্যাড করে নিতে পারবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Advertisement

কেএসকে/জেআইএম