তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো মেসেজ এডিটিংয়ের সুবিধা। এতদিন ভুল করে পাঠানো মেসেজ পাঠালে সেটি উভয়ের কাছ থেকে ডিলিট করার সুবিধা ছিল। এবার ভুল কোনো মেসেজ পাঠালে সেটি আবার এডিট করে দিতে পারবেন ব্যবহারকারীরা।

Advertisement

নতুন ফিচারের সাহায্যে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে ভুল সংশোধন করা যাবে। অর্থাৎ আপনি যে মেসেজটি পাঠিয়েছেন, সেটিতে কোনো ভুল থাকলে আপনার কাছে ১৫ মিনিট সময় থাকবে তা ঠিক করার। এজন্য আপনাকে মেসেজটি কিছুক্ষণ চেপে রাখতে হবে। তারপরে আপনাকে এডিটের অপশন দেখতে পাবেন। তারপরেই আপনি সেটিকে এডিট করতে পারবেন।

আরও পড়ুন: একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করা যাবে চার আইফোনে

চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ এটিড করবেন-

Advertisement

>> যে মেসেজ আপনি এডিট করবেন, সেটি হোল্ড করে প্রেস করুন। এতে আপনার মেসেজটি হাইলাইট করা হবে এবং একটি কনটেক্সচুয়াল মেনু দেখানো হবে।

>> এবার আইফোনের ‘এডিট’ অপশনে ট্যাপ করুন।

>> তাহলেই আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করতে পারবেন।

>> অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে স্ক্রিনের উপরের ডান দিকের কোনায় থ্রি ডট মেনুতে ট্যাপ করুন, তাহলে মেনু অপশনটি পেয়ে যাবেন।

Advertisement

>> এখানে একটি টেক্সট ফিল্ড দেখানো হবে, সেখানেই আপনার সিলেক্ট করা মেসেজের পরিবর্তনগুলো করতে পারবেন এডিটের মাধ্যমে। টেক্সট ফিল্ডে যে মেসেজটি পাঠাতে চান, সেটি টাইপ করুন।

>> মেসেজের জন্য প্রয়োজনীয় এডিটগুলো করে টেক্সট বক্সের পাশে গ্রিন চেক মার্কে ট্যাপ করুন। তাতে আপনার এডিটে করা মেসেজটি সেভ করতে পারবেন।

কেএসকে/জেআইএম