সাহিত্য

আজহার মাহমুদের তিনটি কবিতা

দুঃখ

Advertisement

দুঃখ আমায় ভালোবেসেছেকরে নিয়েছে আপন।দুঃখ নিয়েই করছি বাসকরছি জীবন-যাপন।

দুঃখ আমার একান্ত সঙ্গী দুঃখ আমার প্রিয়।আমায় কেউ উপহার দিলেশুধু দুঃখটুকুই দিয়ো।

****

Advertisement

যন্ত্রণা

সিগারেটের ধোঁয়ায় কাটছে রাতঅশ্রু ঝরছে দু’চোখে,দুঃখরা আজ জেগে উঠেছেযন্ত্রণা লাগছে বুকে।

বুকের ব্যথায় কাতর আমি অশ্রুতেই পাই শান্তি,সিগারেটের ধোঁয়া উড়িয়ে মেটাতে হয় যন্ত্রণার ক্লান্তি।

****

Advertisement

বাঁশি

এক পলক দেখবো বলে তোমার গ্রামে আসি,নিয়ম করে তোমার জন্যবাজিয়ে যাই বাঁশি।

আমার বাঁশির সুর শুনেমানুষ জমে যায় গঞ্জে,তোমায় তবু আনতে পরিনি আমার মনের কুঞ্জে।

বাঁশি শুনে সবার মতোতুমিও যাও চলে,প্রতিবারই ফিরে আসিমনের কথা না বলে।

এসইউ/জেআইএম