তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এআই সুবিধা যুক্ত করবেন যেভাবে

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হচ্ছে এখন সব কাজেই। ওপেনআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির জনপ্রিয়তাই সেই প্রমাণ দেয়। এর মাধ্যমে কেউ ছবি বানাচ্ছেন, আবার কেউ দেখছেন ভবিষ্যতে পৃথিবী কেমন হবে। যখন যা খুশি জেনে নিতে পারছেন চ্যাটবট থেকেই।

Advertisement

এছাড়াও চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোনো ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এটি কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে ব্যবহারকারীর জন্য। আবার আপনি চাইলে আপনার ভার্সিটির রিপোর্ট বা প্রেজেন্টেশন এই এআইয়ের মাধ্যমে লিখিয়ে নিতে পারবেন।

তবে চ্যাটজিপিটির জনপ্রিয়তায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে অন্যান্য সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মের। গুগলকেও তীব্র প্রতিযোগিতায় ফেলে দিয়েছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও এখন এর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য নতুন ফিচার চালু করতে চলেছে। গুগলও এখন এআই যুক্ত ফিচার চালু করতে চলেছে।

তবে চাইলে হোয়াটসঅ্যাপে যুক্ত করতে পারবেন এআই। চ্যাটজিপিটির মতো অন্যান্য বেশ কিছু এআই রয়েছে। এটি সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত করলে কোনো কিছু সার্চ করা আরও বেশি সহজ হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

Advertisement

বাডিজিপিটি হলো চ্যাট জিপিটির মতোই একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। এটি ব্যবহার করতে এর ওয়েবসাইটে যান। এরপর সেখান থেকে ‘ট্রাই ফর ফ্রি অন হোয়াটসঅ্যাপ’-এ ক্লিক করুন। এরপর সরাসরি হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করা হবে। এখানে আপনাকে ভাষা সেট করতে বলা হবে। ভাষা নির্বাচন করার পর, নিজেদের প্রশ্ন করার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

আরও পড়ুন: এখন হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলে আয় করা যাবে

সূত্র: বিবুম

কেএসকে/জেআইএম

Advertisement