অসহনীয় গরম, খরা, অতিবৃষ্টি এবং ঝড়ের কারণে ধানে চিটা হয়। স্বাভাবিকভাবে ধানে শতকরা ১৫-২০ শতাংশ চিটা হয়। ধানের জন্য অসহনীয় তাপমাত্রা হলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। ফুল ফোটার সময় ১-২ ঘণ্টা ওই তাপমাত্রা বিরাজ করলে মাত্রাতিরিক্ত চিটা হয়ে যায়।
Advertisement
ধান চিটা হয়ে গেলে কি করতে হবে সে বিষয়ে পরামর্শ দিয়েছে কৃষি তথ্য সার্ভিস।
১. জমিতে সবসময় পানি ধরে রাখতে হবে। (সবচেয়ে গুরুত্বপূর্ণ জমিতে পানি ধরে রেখে তাপমাত্রা কমিয়ে আনার ব্যবস্থা করা)।
আরও পড়ুন: ব্লাস্ট রোগে নষ্ট আগাম জাতের ব্রি-ধান ২৮
Advertisement
২. এমওপি সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে ৫ শতাংশ হিসেবে স্প্রে করুন অথবা বিঘা প্রতি ৫ কেজি হিসেবে দানাদার এমওপি (পটাশ) সার উপরি প্রয়োগ করুন। (খুব প্রয়োজন হলে পটাশ দেবেন, নয়তো প্রয়োজন নেই)।
৩. ধানের ফুল অবস্থায় স্প্রে করার প্রয়োজন হলে অবশ্যই পড়ন্ত বিকেলে বালাইনাশক স্প্রে করুন। সাধারণত সকাল ৭-১১টা পর্যন্ত ধানের পরাগায়ণ ঘটে। এ অবস্থায় স্প্রে করলে পরাগায়ণের সমস্যা হয় এবং ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। অপরিকল্পিতভাবে বালাইনাশক স্প্রে করা যাবে না।
এনএইচ/জেডএইচ/এএসএম
Advertisement