টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ধুমধাড়াক্কা, চার-ছয়ে রানের বন্যা বইয়ে দেওয়া। শনিবার এশিয়া কাপের হাইবোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। আর এ ম্যাচেই এক বিস্ময়কর রেকর্ড গড়ে দুই দল। ঐ ম্যাচে কোনও দলই একটিও ছক্কা হাঁকাতে পারেনি। এমনকি দুটি ফ্রি হিট পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ভারতের যুবরাজ সিং।যদিও টি-টোয়েন্টিতে এবারই প্রথম এমন ঘটনা নয়। ছক্কাহীন টি-টোয়েন্টি ম্যাচ এর আগে হয়েছে চারটি। সর্বপ্রথম ২০১০ সালের ৪ মে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের ম্যাচটি ছিল ছক্কাবিহীন। একই বছরের সেপ্টেম্বরে কার্ডিফে ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচটিতেও ছিল না কোনও ছয়ের মার।এরপর ২০১২ সালে কেনিয়া ও আয়ারল্যান্ডের ম্যাচে ও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচও ছক্কা হাঁকাতে পারেনি কেউই। ২০১৫ সালের ২১ নভেম্বর দুবাইয়ে হংকং ও ওমান মুখোমুখি হয়। সেখানেও ছিলো না কোনও ওভারবাউন্ডারি।এমআর/এমএস
Advertisement