ধর্ম

স্বচ্ছলতা লাভের দোয়া

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মর্যাদা দিতে বলেছেন। তন্মধ্যে একটি হচ্ছে অস্বচ্ছলতার পূর্বে স্বচ্ছলতাকে। একান্তই যদি কেউ ঋণ বা অস্বচ্ছলতায় পতিত হয়। সেক্ষেত্রে করণীয় কি তা হাদিসে উল্লেখ করেছেন। যা এখানে তুলে ধরা হলো-উচ্চারণ : আল্লা-হুম্মাকফিনি বিহালা-লিকা আ’ন হারা-মিকা ওয়া আগনিনি বিফাদলিকা আ’ম্মান সিওয়া-কা।অর্থ : ‘হে আল্লাহ! আমাকে হালাল পথে এ পরিমাণ রিযিক দান কর, যা আমার জন্য যথেষ্ট হয় আর হারাম রোজগার যাতে প্রয়োজন না হয়। এবং আমাকে সচ্ছল করে দাও তোমার অনুগ্রহের দ্বারা, যাতে তুমি ব্যতিত অন্য কারো প্রতি নির্ভর করতে না হয়। (তিরমিজি, মুসনাদে আহমাদ)উৎস : হাদিসে এসেছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ ঋণ বা দেনার চাপে থাকে এবং এ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য চায়। তবে আল্লাহ তাআলা তা পরিশোধ করার সামর্থ্য দিবেন। (মুসনাদে আহমাদ, তিরমিজি)সুতরাং আল্লাহ তাআলার মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর স্বচ্ছলতা লাভের জন্য এবং ঋণ থেকে মুক্তি লাভের জন্য এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এমএস

Advertisement