খেলাধুলা

সমর্থকদের গর্জনই সাকিবদের অনুপ্রেরণা

সমর্থকদের গর্জনই সাকিবদের অনুপ্রেরণা

ভারতের কাছে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। মাঠের ভেতরে থেকে বা বাহির থেকে দলের প্রতি সমর্থন চাইলেন সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দু`দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সাকিব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আজকের ম্যাচ জয় করবার জন্য আমরা বদ্ধপরিকর! আপনাদের গর্জনই আমাদের মাঠে লড়বার অনুপ্রেরণা!আইসিসির সহযোগী দেশ হলেও এবার শুরু থেকেই বেশ চমক দেখাচ্ছেন তারা। বাছাইপর্বের সবগুলো ম্যাচেই তারা পেয়েছে সহজ জয়। নিজেদের প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সাথে লড়াই করে ১৪ হেরে গেছে তারা। তাই এ ম্যাচকে যথেষ্ট গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন মাশরাফি-সাকিবরা।এমআর/এমএস

Advertisement