দেশজুড়ে

বগুড়ায় প্রতিবন্ধী শিশু যৌন নির্যাতনের শিকার

বগুড়ায় প্রতিবন্ধী শিশু যৌন নির্যাতনের শিকার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছয় বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। শিশুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার বিহার ইউনিয়নের দবিলা গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় শিশুটি বাড়ির সামনের স্কুল মাঠে খেলার সময় প্রতিবেশি ফয়সাল আহম্মেদ (১৪) তাকে জোরপূর্বক স্কুলের একটি কক্ষে নিয়ে যৌন নির্যাতন করা হয়। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এ ঘটনার পর ফয়সাল আহম্মেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। শিবগঞ্জ হাসপাতালে আরএমও আবির হোসেন দ্বিপ যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেছেন।শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুজ্জামান জানান, ফয়সাল নিজের নির্যাতনের বিষয়টি স্বীকার করায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুর নানা হাফিজার রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।লিমন বাসার/এফএ/এআরএ/এবিএস

Advertisement