ফিচার

উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার। ০৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ

উপেন্দ্রকিশোর রায়চৌধুরীবাঙালি শিশুসাহিত্যিক, বাংলা মুদ্রণের পথিকৃৎ। ১৮৬৩ সালের ১২ মে ময়মনসিংহ জেলার বর্তমান কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামে জন্ম তার। একাধারে লেখক চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার ছিলেন। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন। যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি-গাইন-বাঘা-বাইন, টুনটুনির বই ইত্যাদি তারই অমর সৃষ্টি। ১৯১৫ সালের ২০ ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনা১৭৫৭ - রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন।১৯২৩- লাহোরে হিন্দু-মুসলমান সম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।১৯৪২- মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়।১৯৫৭- সানফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।১৯৭১- ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।১৯৭৪- পর্তুগাল বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

Advertisement

জন্ম১৮৬৬- সাংবাদিক ও সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়।১৯১৫- তুর্কি লেখক ও কবি আজিজ নেসিন।১৯১৯- বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব খালেদ চৌধুরী।১৯৩১- বাংলাদেশের মার্কসবাদী-লেনিনবাদী লেখক বদরুদ্দীন উমর।

মৃত্যু১৯৫৪- একজন ইংরেজ ঔপন্যাসিক জেমস হিল্টন।১৯৭৪- প্রখ্যাত বাঙালি লেখিকা সীতা দেবী।১৯৭৯- বিশিষ্ট সংগীত শিল্পী কমলা ঝরিয়া।১৯৯০- বাংলাদেশি সংগীত শিল্পী মাহমুদুন্নবী।২০১৩- সৈয়দা জোহরা তাজউদ্দীন।২০১৯- বাংলাদেশি সমাজকর্মী এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি। 

কেএসকে/জিকেএস

Advertisement