আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন। অন্যায়, জুলুম, অত্যাচার, নাফরমানি করার পরও আল্লাহ তাআলা মানুষকে আলো-বাতাস তথা নিয়ামাত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। মানুষকে ভালোবাসেন বলেই কিভাবে ক্ষমা চাইলে তিনি বান্দাকে ক্ষমা করে দিবেন। তার অগণিত অসংখ্য দোয়া ও হিকমত শিখিয়েছেন। বিভিন্ন উপলক্ষে বিভিন্ন দোয়া ও আমল শিখিয়েছেন। ক্ষমা লাভের এমনি একটি দোয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য তুলে ধরেছেন-উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আ`ফুউউন; তুহিব্বুল আ`ফওয়া; ফা`ফু আ`ন্নি। (মুসনাদে আহমদ, তিরমিজি, মিশকাত)অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করাকে ভালোবাসেন; অতএব আমাকে/আমাদিগকে ক্ষমা করে দিন।এ দোয়াটিকে অনেকেই শবে কদরের রাতের দোয়া হিসেবে জানেন। কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা লাভের আহ্বান করেন। সুতরাং আমরা এ দোয়াটির মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধির জন্য আল্লাহর কাছে গভীর রাতে ইবাদাত ও মোনাজাতে ক্ষমা প্রার্থনা করতে পারি।আল্লাহ তাআলা উক্ত দোয়ার মাধ্যমে আমাদেরকে ক্ষমা করুন। আমিন।এমএমএস/পিআর
Advertisement