অর্থনীতি

ডিএসইতে লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৩১ শতাংশ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ১৪৩ কোটি টাকা বা ২৮ দশমিক ৩১ শতাংশ বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি টাকা। এর আগে ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪ টির, কমেছে ১৭৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৬১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৪৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮১টির, কমেছে ১২৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৪১ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এসআই/জেএইচ/পিআর

Advertisement