সাহিত্য

ছিনতাইয়ের গল্প ও অন্যান্য কবিতা

ছিনতাইয়ের গল্প

Advertisement

হাঁটছিলাম মাঝরাত্তিরেতারাভরা আকাশের নিচেজোছনায় ভাসছিল সব!ছিল সুনসান, আকাশ এবং চারপাশ!

হঠাৎ পথ আগলে দাঁড়াল একদলহাতে উদ্যত ছোরা, কালো নল আগ্নেয়াস্ত্র!— থামো, যাচ্ছো কোথায়?থমকে দাঁড়ালাম আমিসঙ্গে বয়সী চাঁদ এবং তারারাও হলো স্থির!তন্ন তন্ন করে খুঁজছে ওরাআমার পকেটের অলিগলি!কোথাও কিছু নেই, তোমার চিহ্ন নেই!খুব বিরক্ত অসুরের দল—নাক বরাবর দিলো দড়াম ঘুষি।আমি একটুও টললাম নাবুক চিতিয়ে দাঁড়ালাম না!— শালা, মাতাল উন্মাদ!কষে একটা গাল দিয়ে সটকে গেল ওরা!ঘুষির চোটে ছিটকে গেল আমার চশমাখানা!ঝাপসা চোখে তাকিয়ে দেখি—তারারা উধাও, জোছনাও ম্লান।

তবুও আমার চোখের কোণে হাসি!ওরা তো পায়নি তোমার খোঁজ!কারণ, বুক পকেট নয়তোমাকে তো রাখি বুকের ভেতর!

Advertisement

****

প্রতিমার দীর্ঘশ্বাস

আমি তোমার চোখে জীবন আঁকতে চাইলামতুলি হাতে দাঁড়ালাম যেই,দেখি তোমার চোখে অন্য স্বপ্ন!

তুমি কি ঢেউয়ের স্বাদ পেয়েছো?তোমার স্বরে কেমন নোনা গন্ধ!

Advertisement

আমি তোমার হাতে হাত রাখতে চাইলামকম্পিত আঙুল এগোলাম যেই,দেখি তোমার হাতে অন্য আল্পনা!

তুমি কি ওড়ার স্বাদ পেয়েছো?তোমার পাখায় কেমন রোদের দূরত্ব!

রংতুলি সব জমা দিয়ে আমি—বালুচরে হাঁটি, লাল কাঁকড়ার বিছানায়!বিসর্জনের নদীতে ভেসে কোথায় চলে যাইপড়ে থাকে পাড়ে প্রতিমার দীর্ঘশ্বাস!

মজে থাকি আমি তোমার এবং কবিতার নেশায়!

****

বেকার

আজ আমার কিছুই করার নেই!

কোথাও যাবার তাড়া নেইলেখার কোনো ভাবনা নেইকেউ আমার জন্য অপেক্ষায় নেইশহরজুড়ে ঝুমঝুম বৃষ্টি নেই!

শুধু তোমার ডাকের অপেক্ষা আছে!

স্বজনহীন শহরে কেউ বলে না ভালোবাসার কথাআঁচল বিছিয়ে থাকে না কোনো মায়ানিস্তরঙ্গ জলে ঢেউ তোলার নিমন্ত্রণ করে না কেউবাজি না কারো বুকের ব্যথা হয়ে!

নাকি দূর নির্জনে ছটফট করে কেউভাবে মনে মনে চঞ্চল হোক ছেলেটাটেনে ধরুক খোঁপার ফুল, ছুঁয়ে দিক গালের টোলবেয়াড়া রকম অস্থির হোক হাতটা ধরার!

আমি বুঝি না, কিছুই বুঝি না।

****

খোঁজাখুঁজির কাল

চুরি যাওয়া স্বপ্নের কফিনে পেরেক ঠুকে দেয় কেউ!বৃহন্নলার শৌর্যে আড়াল খোঁজে বীর!

অস্তরাগের আভায় সূর্যের যৌবনে ভাটাচাঁদের আলোয় উগরে দেয়া বিষাদ!

বজ্রের আগমন সশব্দ হলেও নিস্ফলবাজে ধ্বংসের দামামা!বৃষ্টির নীরব আগমনে সৃষ্টির সুধাফোটে মঙ্গলধারা!

নায়িকার বেবি বাম্পে মাতোয়ারা নগর, চায়ের কাপশত মানুষ মরে ভূত, নদীজল স্রোতহীন!

নাল পরা খুড়ে গতিহীন অশ্বারোহী!কার পাপে তুমি আমি, দূর মরুতে ভাসি!

মোড়ে মোড়ে আলো জ্বলে, ঝলকে ঝলমল!কার হাতে ওঠে বিজয়ের খুশবো!কে যেন তাল খোঁজে অনিন্দ্য সুরের নহরে!

গল্প সব লেখা আছে অরণ্যের ভেজা পাতায়!

এসইউ/জিকেএস