সাহিত্য

ভালোবাসার পাঁচটি অণুকাব্য

১. প্রশ্ন

Advertisement

আমি তোমাকে দেখিতুমি দেখো তাকে,তাহলে কে ভালোবাসেআমার প্রেমিকাকে?

২. তুচ্ছ

তোমার কাছে গেলে,নিজেকে এত তুচ্ছ লাগে কেন?

Advertisement

মনে হয়,পুরো পৃথিবী গড়িয়ে পড়েতোমার পায়ের কাছে—

৩. ভালো থেকো চারুলতা

তোমার চুলের গন্ধ ভুলতে চাইভুলতে চাই তোমার হাসি।তোমার গ্রীবায় মুখ লুকিয়েবলবো না আর ‘ভালোবাসি’।

৪. কবর

Advertisement

আমি যেদিন মরে যাবোসেদিন এমন শীত থাকবেকনকনে ঠান্ডায়ওম পেতে চাইবে তোমার মন

আশ্রয় নিতে খুঁজবে আমার বুকে।

কিন্তু দেরি হয়ে যাবে,বড্ড বেশি দেরি।ততক্ষণে আমি থাকবো অন্ধকার কবরে।

৫. শূন্যতা

একদিন ফাল্গুনের রাতে আমার মৃত্যু হবেতখন পাশে থাকবে না তুমি,পাশে থাকবে শূন্যতা।

আমি শূন্যতার কোলে মাথা রাখবো,শূন্যতা আমাকে নিয়ে যাবে মৃত্যুর দিকে।

হঠাৎ মনে পড়বে,তোমার সেই অমর বাণী—বলেছিলে, শূন্যতা নাকি আমি?বলেছিলাম, তুমি, তুমি, তুমি...

এসইউ/জিকেএস