দেশজুড়ে

নকলের দায়ে ৫ শিক্ষক ও ২১ পরীক্ষার্থী বহিষ্কার

দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে বগুড়ার নন্দীগ্রামে ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নকলে সহায়তার জন্য পাঁচ শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষার্থী ও শিক্ষকদের বহিষ্কার করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ছিল দাখিল পরীক্ষায় আরবী দ্বিতীয়পত্রের পরীক্ষা। নন্দীগ্রাম উপজেলার কালিশ-পুনাইল ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রকাশ্যে নকল চলছে-এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম সেখানে পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি নকলসহ হাতেনাতে পরীক্ষার্থীদের ধরে ফেলেন। এসময় তিনি ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। একই সঙ্গে নকলে সহায়তা করার কারণে পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।বহিষ্কৃত শিক্ষকরা হলেন, ইসলামপুর মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল হাকিম, আচলতা মাদ্রাসার সহকারী শিক্ষক আইয়ুব আলী, বিজরুল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রহিম, সাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক তোজাম্মেল হক এবং কালিশ মাদ্রাসার সহকারী শিক্ষক মহসিন আলী।নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম ও কেন্দ্র সচিব আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।লিমন বাসার/এফএ/এআরএ/আরআইপি

Advertisement