লাইফস্টাইল

ভালোবাসার মানুষকেই যে কারণে বিয়ে করা উচিত

ভালোলাগা ও ভালোবাসার মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেন কমবেশি সবাই। বর্তমানে অ্যারেঞ্জড ম্যারেজের সংখ্যা কমে লাভ ম্যারেজ বেড়েছে। তবে অনেকেরই ধারণা, প্রেমের বিয়ে টিকে কম আবার এমন বিয়েতে না সংসার সুখেরও হয় না!

Advertisement

তবে এমন ধারণা সম্পূর্ণই ভুল। কারণ সম্পর্ক বিষারদরা জানোচ্ছেন, যাকে আপনি ভালোবাসেন তাকে বিয়ে করার বেশ কিছু সুবিধা আছে। জেনে নিন ঠিক কী কী কারণে ভালোবাসার মানুষকে বিয়ে করা উচিত-

ভালবাসা ও বিশ্বাস বাড়ে

একটি সুখী ও সুস্থ দাম্পত্য জীবনের জন্য ভালবাসা ও বিশ্বাস থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঙ্গী আপনার প্রতি বিশ্বস্ত কি না তা প্রেমের সম্পর্কে থাকাকালীনই আপনি টের পাবেন। আর এমন বিশ্বস্ত ও ভালোবাসার মানুষকে বিয়ে করলে আপনি হয়তো ঠকবেন না।

Advertisement

বোঝাপোড়া ভালো হয়

একটি সম্পর্ক বা বিবাহ দীর্ঘস্থায়ী করতে একে অপরকে বোঝা জরুরি। না হলে সংসারে নানা সমস্যা দেখা দিতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে আপনার বোঝাপোড়া ভালো হলে তাকে বিয়ে করলে সংসারে অন্তত অশান্তি হবে না।

মানিয়ে নেওয়া সহজ হয়

অপরিচিত কারও সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ না হয়ে পছন্দের বা ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়ুন। তাহলে সংসারে মানিয়ে নেওয়া সহজ হবে। কারণ সবারই ভিন্ন মত ও বৈশিষ্ট্য আছে।

Advertisement

সঙ্গীর সঙ্গে যদি আপনার মতের অমিল হয় কিংবা বিভিন্ন বিষয়ে মানিয়ে নেওয়া কঠিন হয় তাহলে সংসার টিকিয়ে রাখা মুশকিল হতে পারে।

মনের মিল থাকে বেশি

ভালোবাসার মানুষের সঙ্গে সবারই মনের মিল থাকে। এ কারণে একে অপরের ভালো বা খারাপ সব মুহূর্তেই মানসিকভাবে একে অন্যকে সাপোর্ট করে দম্পতি। প্রেমের সম্পর্ক থেকেই সঙ্গীর সঙ্গে যদি আপনার মনের মিল গড়ে ওঠে তাহলে তাকে নিশ্চিন্তে বিয়ে করুন।

ভালোবাসার মানুষ আপনার ত্রুটিও মেনে নেয়

সঙ্গীর কোনো ত্রুটি বা দোষ থাকলেও ভালোবাসার মানুষের কাছে তা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় না। অন্যদিকে অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে দেখা যায়, বিয়ের পর সঙ্গীর কোনো ত্রুটি জানলে সঙ্গী বিয়ে ভেঙেও দিতে পারেন। তবে ভালোবাসার মানুষটি কখনো বা কোনো কঠিন পরিস্থিতিতেও আপনার সঙ্গ ছাড়বে না।

সূত্র: বোল্ডস্কাই

জেএমএস/জিকেএস