তথ্যপ্রযুক্তি

অন্যদের ছবি-ভিডিও রিপোস্ট করতে পারবেন ইনস্টাগ্রামে

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টারগ্রামের নতুন নতুন ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করছে। গত মাসে ইনস্টাগ্রাম তাদের প্ল্যাটফর্মে ডিফল্ট হিসেবে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য সেনসিটিভ কনটেন্ট কন্ট্রোল নামের দুটি অপশন আনার ঘোষণা দিয়েছে। এতে ‘স্যান্ডার্ড’ এবং ‘লেস’ বলে দুটি অপশন থাকবে যাতে অপ্রাপ্তবয়স্কদের জন্য সঠিক কনটেন্ট বরাদ্দ করা যায়।

Advertisement

এবার আরও একটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দিল জনপ্রিয় প্ল্যাটফর্মটি। এতে ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারীদের পোস্ট পুনরায় পোস্ট করতে পারবেন। যদিও রিপোস্ট ফিচারটি নিয়ে এখনো তেমন কিছু জানায়নি সংস্থাটি। খুব শিগগির এই ফিচার ব্যবহার করতে পারবেন বলে ধারণা করা করছেন বিশ্লেষকরা।

ইনস্টাগ্রাম ফিডে যে কোনো পোস্টকে রিপোস্ট করা যাবে খুব শিগগির। এখন যেমনভাবে নিজেদের স্টোরি শেয়ার করেন। সেভাবেই যেসব পোস্ট ব্যবহারকারীকে প্রভাবিত করে সেসব পোস্টগুলো রিপোস্ট করতে পারবেন। এতে অবশ্য পোস্টের মূল নির্মাতাকে তার কাজের জন্য কৃতিত্ব দেওয়ার ব্যবস্থাও থাকবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট ম্যাট নাভারারকে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। যাতে রিপোস্ট ট্যাবের ব্যবহার দেখা যাচ্ছে। ওই ট্যাবটিতে সম্ভবত ব্যবহারকারীরা তাদের সব রিপোস্টের জন্য পোস্ট সংরক্ষণ করে রাখবেন।

Advertisement

স্ক্রিনশটে দেখা যাচ্ছে, পোস্ট, রিল এবং ট্যাগ করা ফটো ট্যাবের পাশাপাশি ব্যবহারকারীদের প্রোফাইলে রিপোস্ট ট্যাবটিও উপস্থিত থাকবে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পোস্ট বা রিপোস্ট করতে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। এই ফিচার চালু হলে আর থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। সূত্র: টেকক্রাঞ্চ

কেএসকে/এমএস