ধর্ম

মুমিনরা আল্লাহর ওপরই ভরসা করে

ওহুদের ঘটনায় সাময়িক পরাজয় এবং মুসলমানদের পেরেশানির কারণে সাহাবায়ে কেরামকে সান্ত্বনার জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কয়েকটি নির্দেশ দেওয়া হয়ছিল। ফলে নবিজির মনের অশান্তির আশংকা দূর হয়েছিল কিন্তু তাদের মনে এ পরাজয়ের গ্লানি তারা মন থেকে মুছতে পারেনি। সে জন্য আল্লাহ তাআলা বেশ কিছু আয়াত অবতীর্ণ করেন। যার মধ্যে প্রথম আয়াতটি তুলে ধরা হলো-

Advertisement

اِنۡ یَّنۡصُرۡکُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَکُمۡ ۚ وَ اِنۡ یَّخۡذُلۡکُمۡ فَمَنۡ ذَا الَّذِیۡ یَنۡصُرُکُمۡ مِّنۡۢ بَعۡدِهٖ ؕ وَ عَلَی اللّٰهِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ

‘আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া আর কে আছে, যে তোমাদেরকে সাহায্য করবে? এবং বিশ্বাসিগণের উচিত, কেবল আল্লাহরই উপর ভরসা করা।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৬০)

আয়াতের সারসংক্ষেপ

Advertisement

যদি মহান আল্লাহ তাআলা তোমাদের সহায় থাকেন, তাহলে কেউ তোমাদের সঙ্গে জিততে পারে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন; তখন তাঁর ওপরে এমন কে আছে যে, তোমাদের সাহায্য করবে (এবং তোমাদেরকে জয়ী করে দেবে?) আর যারা ঈমানদার তাদের পক্ষে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত।’

জেনে রাখা উচিত, মুমিনরা শুধু আল্লাহর ওপরই ভরসা করে। তাই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শুধু আল্লাহর ওপর ভরসা করার তাওফিক দান করুন। পরস্পরের প্রতি ক্ষমার আচরণ দেখানোর তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জিকেএস

Advertisement