আল্লাহ তাআলা বান্দাকে সুখ-দুঃখ, আনন্দ-ব্যথা, আরাম-ব্যারাম, রোগ-ব্যাধি ইত্যাদি দিয়ে পরীক্ষা করে থাকেন। অসুখ-বিসুখ তথা বিপদাপদের সময় যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করে তবে আল্লাহ তাআলা ঐ বান্দাকে দ্বিগুণ ছাওয়াব দান করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট প্রবেশ করলাম, তখন তিনি অসুস্থ। আমি তাঁর শরীরে হাত দিয়ে বললাম, হে আল্লাহর রাসুল! আপনার শরীরে অত্যন্ত জ্বর। তিনি বললেন: হ্যাঁ, তোমাদের দু’জনের সমান জ্বরে পতিত হয়েছি। বর্ণনাকারী বলেন, আমি বললাম- তাহলে এতে আপনার দ্বিগুণ ছাওয়াব অর্থাৎ প্রতিদান। তিনি বললেন: হ্যাঁ। (বুখারি ও মুসলিম)
Advertisement
সুতরাং বিপদাপদ তথা অসুখ-বিসুখে ধৈর্য ধারণ করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। আল্লাহ তাআলা অসুস্থতাসহ সকল প্রকার বিপদাপদে ধৈর্য ধারণ করে দিগুণ ছাওয়াব লাভ করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস