ফিচার

নবাব সিরাজউদ্দৌলার প্রয়াণ

নবাব সিরাজউদ্দৌলার প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০৩ জুলাই ২০২২, রোববার। ১৯ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা১৯১৯- বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।১৯৪৭- ভারতবর্ষকে দু’টি ডেমিনিয়নে বিভক্ত করার জন্য ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশ।১৯৫৩- পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন।১৯৭১- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে।

জন্ম১৮৮৩- জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রান্ৎস কাফকা।১৯১২- একজন বাঙালি রসসাহিত্যিক, জাদুকর এবং সংগীতজ্ঞ অজিতকৃষ্ণ বসু।১৯৬২- একজন বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক টম ক্রুজ।১৯৮৪- বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় সৈয়দ রাসেল।

Advertisement

মৃত্যু ১৭৫৭- বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। ১৭৩৩ সালে তার জন্ম। তিনি ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। বাংলা ইতিহাসের এক প্রতিমূর্তি। পলাশীর যুদ্ধে তার পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ১৯০ বছরের ইংরেজ শাসনের সূচনা হয়। সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলীবর্দী খানের কাছ থেকে ২৩ বছর বয়সে ১৭৫৬ সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। তার সেনাপতি মীরজাফর, রায়দুর্লভ, বিশ্বাসঘাতকতার কারণে ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে।১৯৩২- বাঙালি কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবী।১৯৯১- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ার।১৯৯৭- বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র।২০০৯- বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক আলাউদ্দিন আল আজাদ।

কেএসকে/এমএস